ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৫৪৮
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৮ জন। চলতি বছর এ যাবৎ ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১০৬ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে চট্রগ্রাম বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে ৪৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯০ জন, খুলনা বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১২ জন রয়েছেন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন।
২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে মোট ১৬ হাজার ৫৫১ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫৮৯ জন।