শিরোনাম

Space for ads

বার্নে চিকিৎসাধীন ৩৩ জন, আইসিইউতে ৩

 প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন   |   চিকিৎসা

বার্নে চিকিৎসাধীন ৩৩ জন, আইসিইউতে ৩
Space for ads

রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৩৩ জন। তাদের মধ্যে ৩ জন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন।

অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, বর্তমানে ৩৩ জন রোগী ভর্তি আছেন।
তাদের মধ্যে ৩ জন আইসিইউতে, ৮ জন সিভিয়ার ক্যাটাগরিতে ও ১৯ জন কেবিনে চিকিৎসাধীন। বাকিরা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গতকাল থেকে এ পর্যন্ত রোগীদের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।

তিনি জানান, আজ কাউকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।
তবে চলতি সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কিছু রোগীকে ছাড়পত্র দেওয়া হবে। দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসার গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
যাদের ছুটি দেওয়া হচ্ছে তারা পরবর্তীতে ফলোআপ চিকিৎসার জন্য আসবে। তাদের পরবর্তীতে অপারেশনও লাগতে পারে।

BBS cable ad