শিরোনাম

Space for ads

বার্ন ইনস্টিটিউটে ভর্তিদের আরোগ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণে ভারতীয় মেডিকেল দল

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন   |   চিকিৎসা

বার্ন ইনস্টিটিউটে ভর্তিদের আরোগ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণে ভারতীয় মেডিকেল দল
Space for ads

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আন্তর্জাতিক সহযোগিতা হিসেবে ঢাকায় আসে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে সফররত ভারতীয় মেডিকেল টিম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন জানিয়েছে, শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় মেডিকেল দলের সদস্যরা দ্বিতীয় দফায় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন। তারা ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন, কয়েকজন রোগীর অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং তাদের আরোগ্যের গতিপ্রকৃতি বিশ্লেষণ করেন। এ সময় দলটি বার্ন ইউনিটে ব্যবস্থাপনা প্রোটোকল নিয়ে আলোচনা করে এবং চিকিৎসা পদ্ধতির উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করে।

এর আগে, ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়ে সম্ভাব্য সকল রকমের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই) চার সদস্যের একটি ভারতীয় মেডিকেল দল— যার মধ্যে চিকিৎসক ও নার্স অন্তর্ভুক্ত—ঢাকায় এসে পৌঁছে এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশসীমায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হন কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুর্ঘটনার তাৎক্ষণিক পর আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে ভারত ছাড়াও চীন ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসে চিকিৎসা সহায়তা দিতে শুরু করে।

.
BBS cable ad