শিরোনাম

Space for ads

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

 প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:২৯ অপরাহ্ন   |   মহামারি

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
Space for ads

করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) রাত তিনটা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

দীপ রায়, বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াত জানান, দীপ করোনায় আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অবস্থার অবনতি হলে রোববার (২০ জুলাই) বিকেলে তাকে খুমেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুলাই) ভোররাতে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, এটিই এ বছর খুলনায় প্রথম করোনায় মৃত্যু।

BBS cable ad