আন্দোলনে গুলিবিদ্ধ চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ মো. আব্দুল্লাহ (২২) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ৫ আগস্ট ঢাকার তাতিবাজার এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিহতের পিতার নাম আব্দুর জব্বার।
আব্দুল্লাহর মরদেহ যশোর জেলার শার্শা থানার বড় আঁচড়া গ্রামে তার নিজ বাড়িতে দাফন করা হবে।