শিরোনাম

Space for ads

ডেঙ্গু-করোনার প্রকোপে এইচএসসি পরীক্ষা কি পেছাবে?

 প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন   |   চিকিৎসা

ডেঙ্গু-করোনার প্রকোপে এইচএসসি পরীক্ষা কি পেছাবে?
Space for ads

দেশে ফের করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। গতকাল শনিবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩৯ জনের কাছ থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয়। এতে সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশব্যাপী বাড়ছে সংক্রমণ।

এদিকে আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে এইচএসএসি ও সমমান পরীক্ষা। এ অবস্থায় চিন্তায় রয়েছেন অভিভাবকরা। তবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ইতিমধ্যে জানিয়েছে, পরীক্ষা পেছানোর মতো অবস্থা এখনো তৈরি হয়নি।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে শিক্ষা কর্মকর্তারা বলেছেন, আশঙ্কা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু করা হবে।
ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে সব শিক্ষা বোর্ড। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল শনিবার (১৪ জুন) পর্যন্ত সারা দেশে ২৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

BBS cable ad