শিরোনাম

Space for ads

করোনায় ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু

 প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন   |   ফার্মেসী

করোনায় ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু
Space for ads

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরো চারজন।

শনিবার (২১ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সেই হিসাবে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। তাদের একজনের বয়স ৪১-৫০ ও অপরজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকা ও অপরজন খুলনা বিভাগের।
দুজনের একজন সরকারি ও আরেকজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১০ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১১ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জন।
২০২৫ সালে শনাক্ত হয়েছে ৩৯৭ জন।

BBS cable ad