ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সড়ক বিভাগের কর্মচারীর মৃত্যু

নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সড়ক ও জনপথ অধিদফতরের কর্মচারী রাজু আহম্মেদ (২৮) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
রাজু আহম্মেদ নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া মধ্যপাড়ার সাকায়েত হোসেনের ছেলে।
সড়ক ও জনপথ অধিদফতর নড়াইলের অফিস সহকারী মো. আব্দুল আলীম মিঠু জানান, রাজু আহম্মেদ সড়ক শ্রমিক পদে কর্মরত ছিলেন। তিনি গত ৩ দিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে।
নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাকালে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং অবস্থার আরো অবনতি হওয়ায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল হোসেন জানান, রাজু ৩ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।