রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিএসএমএমইউতে বিক্ষোভ সমাবেশ
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশের আগে নানা স্লোগানে মিছিল করেন তারা। এতে অংশ নেন ৭০-৮০ জন।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন কর্মকর্তা-কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেনসহ অনেকেই।