শিরোনাম

Space for ads

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

 প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
Space for ads

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. হাফিজুর রহমান (৪২) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে তার মৃত্যু হয়।

মৃত হাফিজুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বৈদ্বপুর গ্রামের আলিম উদ্দিন শেখের ছেলে। তিনি একটি হত্যা মামলায় বন্দি ছিলেন।
যার নম্বর কয়েদি ৫৯৮/এ।

পুলিশ জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী শরীফসহ কয়েকজন কারারক্ষী তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টরা (কারা কর্তৃপক্ষ) অবগত রয়েছেন।

BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: