শিরোনাম

Space for ads

শেবামেকে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

শেবামেকে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ
Space for ads

বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) শিক্ষক সংকট নিরসনের দাবিতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে আগুন দেন বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বান্দরোডে অবরোধ করেন তারা।

এর আগে কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের প্রধান গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বান্দরোড অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৪৬ টি পদে শিক্ষক রয়েছেন। ৫৬ পার্সেন্ট শিক্ষকের পদ শূন্য। যার ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘ্ন হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা। কিন্তু তাদের দাবি মানা হয়নি।

শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের মধ্যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর চার জন শিক্ষককে মেডিকেল কলেজে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছেন। যেখানে কোনো সিনিয়র বা অভিজ্ঞ শিক্ষক নেই। অথচ গত কয়েকমাস এ মেডিকেল কলেজে থাকা অভিজ্ঞ শিক্ষকদের বিনা কারণে বদলি করে অন্যত্র পাঠিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষার্থী নাঈম বলেন, শিক্ষকদের পদায়নের বিষয়টি শিক্ষার্থীদের দাবির প্রতি প্রহসন হয়ে গেছে। তাই শিক্ষার্থীরা ওই প্রজ্ঞাপন বর্জন করেছেন।

দাবি মানা না পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

BBS cable ad