Space for ads

ঢামেক পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ ইন্সপেক্টর ফারুক

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢামেক পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ ইন্সপেক্টর ফারুক
Space for ads
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক। এই ক্যাম্পে দীর্ঘ আট বছর দায়িত্বে থাকা ইন্সপেক্টর বাচ্চু মিয়াকে নিয়ম অনুযায়ী রাজারবাগ পুলিশ ব্র্যাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে উপস্থিত হন নতুন ইন্সপেক্টর মো. ফারুক। তিনি মিরপুর পুলিশ লাইন থেকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে যোগদানের জন্য উপস্থিত হন।

ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসাবে টানা ৮ বছর দায়িত্ব পালন করেছেন।  

২০১৩ সালে বাচ্চু মিয়া হাসপাতালের পুলিশ ক্যাম্পে কয়েক মাস দায়িত্ব পালন করে মিশনে চলে যান। এরপর ২০১৬ সালে আবার ঢাকা মেডিকেল হাসপাতালের ক্যাম্পে দায়িত্ব পান। তখন থেকেই টানা ৮ বছর দায়িত্ব পালন করেন তিনি।

ইন্সপেক্টর বাচ্চু মিয়া আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন। এছাড়া হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদের বদলির সিদ্ধান্ত হয়েছে। ইন্সপেক্টর বাচ্চু মিয়া সবার কাছে দোয়া চেয়েছেন। এছাড়া নতুন ইন্সপেক্টর ফারুককে হাসপাতালের পরিচালকের সাথে পরিচয় করিয়েও দিয়েছেন।
BBS cable ad