Space for ads

ঢামেক হাসপাতালে বন্দির মৃত্যু

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৪, ০৩:০০ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢামেক হাসপাতালে বন্দির মৃত্যু
Space for ads

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসলাম ভূঁইয়া (৫৫) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে কারারক্ষিরা অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আসলাম ভূঁইয়ার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ধরিকান্দী গ্রামে। তার বাবার নাম মৃত ওয়াজী উদ্দীন ভূঁইয়া। দ্রুত বিচার ট্রাইবুনালের-১১/০৬, রূপগঞ্জ থানার মামলা নম্বর-৯(১১)০৫, জি আর-৫১৬/০৫, ধারা-৩০২/৩৪ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।

BBS cable ad