Space for ads

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪১১

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন   |   মহামারি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪১১
Space for ads

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪১১ জন। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৬১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২১০ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৮০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪৩ হাজার ৪১৫ জন।

বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয় ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীতে ১ হাজার ৭৩৭ জন এবং রাজধানীর বাইরের হাসপাতালে ১ হাজার ৭৩৮ জন।

BBS cable ad