Space for ads

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৫ জন

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন   |   মহামারি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৫ জন
Space for ads

সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ জন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৫ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৪১জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৪ জন।
এনিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ৪৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, সবার আগে সচেতনতা প্রয়োজন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আরও যত্নবান হওয়া জরুরি। যেকোনো সময় ঘুমাতে গেলে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। আর কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

তিনি বলেন, চট্টগ্রামে ডেঙ্গু রোগী বেড়েছে। এ রোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নগরের হাসপাতালগুলোতেও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

BBS cable ad