Space for ads

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতলে ২৬৭

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন   |   মহামারি

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতলে ২৬৭
Space for ads

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২৬৭ জন। আক্রান্তদের মধ্যে ১৬৫ জন পুরুষ ও ১০২ জন নারী। একই সঙ্গে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫২ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত নারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। আক্রান্তদেরও সিংহভাগ ঢাকার। এর মধ্যে দক্ষিণের ১১৫, উত্তরের ৯১, ঢাকা সিটির বাইরে পুরো বিভাগে ৩১, চট্টগ্রাম বিভাগে নয়, খুলনা বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ১০ এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৪২ জন।

BBS cable ad