Space for ads

ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৩৪

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন   |   মহামারি

ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৩৪
Space for ads

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫৩৪ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০২ জনে। পর্যন্ত এ বছরে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮১৯ জন।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৯ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৩৩৫ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ৮১৯ জন। এর মধ্যে ৬১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৩ শতাংশ নারী।

BBS cable ad