Space for ads

এমপক্স ঠেকাতে চট্টগ্রাম বিমানবন্দরে হাই এলার্ট

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৪, ১০:২৫ অপরাহ্ন   |   মহামারি

এমপক্স ঠেকাতে চট্টগ্রাম বিমানবন্দরে হাই এলার্ট
Space for ads
এমপক্স ভাইরাসের বিস্তার রোধে উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার রাত থেকে বিমানবন্দরে প্রতি শিফটে নিয়োগ করা হয়েছে তিনজন করে চিকিৎসক। থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্রিনিং করা হচ্ছে যাত্রীদের।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ।

তিনি বলেন, বিমানবন্দরের কর্মকর্তারা থার্মাল স্ক্যানার দিয়ে প্রতিটি যাত্রীকে পরীক্ষা করছেন। আমরা সংক্রামিত যাত্রীদের স্ক্রিন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এমপক্স ভাইরাস দ্বারা সংক্রামিত যাত্রীকে পৃথক করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। সংক্রামিতদের যত্ন নেয়ার জন্য আমাদের প্রতিটি শিফটের জন্য তিনজন স্বাস্থ্য কর্মকর্তা (চিকিৎসক) রয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টা থেকে যাত্রীদের স্ক্রিনিং শুরু করা হয়েছে। এখন পর্যন্ত সংক্রামিত কাউকে পাওয়া যায়নি।
BBS cable ad