Space for ads

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন   |   রোগ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০
Space for ads
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে মোট ৫৮ জনের মৃত্যু হলো। আর শুক্রবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন। এর আগের দিন বৃহস্পতিবার আক্রান্ত হয়ে হয়েছিলেন ১৯৭ জন। সব মিলিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫৯৭ জনে। এর মধ্যে গত জুলাই মাসে মৃত্যু হয়েছিল ১২ জনের এবং মোট আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৬৬৯ জন।

শুক্রবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৮৬ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৮৮ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২৯৮ জন।

আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী ভর্তি রয়েছেন।

অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে মোট ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছরে মোট ৫ হাজার ৮৫৬ জন ছাড়পত্র পেয়েছেন।
BBS cable ad