জরায়ুমুখ ক্যান্সার থেকে মুক্তি দিতে পারে 'এইচপিভি' টিকা

রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা বলেন, বাংলাদেশের নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় পার্বত্যাঞ্চলে এ লক্ষণ অন্যতম। পাহাড়ের নারীদের এ মরণঘাতি ক্যান্সার থেকে মুক্তি দিতে পরে 'এইচপিভি' টিকা।
বুধবার (২৩ অক্টোবর) রাঙামাটি জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী 'এইচপিভি' টিকা ক্যাম্পেইন বিষয়ক প্রেস কনফারেন্সে এ কথা বলেছেন তিনি।
সিভিল সার্জন বলেন, '৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এ টিকা অধিকতর কার্যকর। প্রতিটি বিদ্যালয়ে আমরা এ টিকা প্রদান কার্যক্রম ক্যাম্পেইন করবো।'
এ সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানিসটিও'র স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের চিকিংসক ডা. তানভির হোসেন, রাঙামাটি জেলা স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. খোকন চাকমা, রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. ইমরুল হাসান ইমন, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে যায়, জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ হাজার ৯০০ জন ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এক হাজার ৫৬৭জন কিশোরীকে এই টিকা দেওয়া হবে। এরই মধ্যে প্রায় ৪৩.৮ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রাঙামাটি জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী 'এইচপিভি' টিকা ক্যাম্পেইন বিষয়ক প্রেস কনফারেন্সে এ কথা বলেছেন তিনি।
সিভিল সার্জন বলেন, '৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এ টিকা অধিকতর কার্যকর। প্রতিটি বিদ্যালয়ে আমরা এ টিকা প্রদান কার্যক্রম ক্যাম্পেইন করবো।'
এ সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানিসটিও'র স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের চিকিংসক ডা. তানভির হোসেন, রাঙামাটি জেলা স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. খোকন চাকমা, রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. ইমরুল হাসান ইমন, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে যায়, জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ হাজার ৯০০ জন ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এক হাজার ৫৬৭জন কিশোরীকে এই টিকা দেওয়া হবে। এরই মধ্যে প্রায় ৪৩.৮ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।