ক্যান্সার আক্রান্ত শিশু কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান
সিরাজগঞ্জ জেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা এসএম তারেকের একমাত্র শিশু কন্যা ব্লাড ক্যান্সারে আক্রান্ত তমার চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের পক্ষ থেকে শিশু কন্যা তমার জন্য তার বাবার কাছে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এ ছাড়া পুরো চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত তমার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।