মেহেরপুরে বাড়ছে ডেঙ্গু, এক মাস ২৪ দিনে হাসপাতালে ভর্তি ৪০০
মেহেরপুর জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ডেঙ্গু রোগীরা মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ক্লিনিকগুলোতে ভর্তি হচ্ছেন।
রোববার সকালের আগের ২৪ ঘণ্টায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১২ জন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন রোগী ভর্তি হয়েছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৫ জন ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত আগস্টে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৮০ জন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৬ জন ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজনসহ মোট ১৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
চলতি সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ পর্যন্ত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৪৪ জন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৩ জন ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জনসহ মোট ২৫০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আগস্ট ও সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০০। এ মাসের বাকি দিনগুলোতে এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
হাসপাতালে গিয়ে জানা গেছে, সাধারণ রোগীদের সঙ্গে রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের। এতে সাধারণ রোগীরা রয়েছেন চরম ঝুঁকির মধ্যে।