Space for ads

ঢামেকে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢামেকে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ
Space for ads
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অ্যাম্বুলেন্সের পার্কিং ও গ্যারেজ হিসেবে ব্যবহৃত জায়গাগুলো দখলমুক্ত করা হয়।

শনিবার হাসপাতালের নতুন ভবনের সামনে, জরুরি বিভাগের পাশে এবং পুলিশ ক্যাম্পের পাশে এ অভিযান চালানো হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, আমরা একাধিকবার অ্যাম্বুলেন্স মালিকদের সতর্ক করেছি যেন তারা হাসপাতালের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল না করে। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করেনি। তাই আজ সেনাবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালিয়েছি। প্রথমে অ্যাম্বুলেন্স মালিকদের আধা ঘণ্টা সময় দিয়েছি। এই সময়ের মধ্যে তারা ঢাকা মেডিকেলের জায়গা থেকে অ্যাম্বুলেন্সগুলো সরিয়ে নিয়েছে।

তিনি আরো বলেন, দখলমুক্ত হওয়া জায়গাগুলোতে রোগীর স্বজনদের জন্য বিশ্রামাগার, শৌচাগার ও অতি প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হবে। ঢাকা মেডিকেলের প্রতি রোগীদের পূর্ণাঙ্গ আস্থা অর্জনে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

উচ্ছেদ অভিযানে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad