Space for ads

থাইল্যান্ড নেয়া হবে অভ্যুত্থানে গুলিবিদ্ধ কাজলকে

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন   |   চিকিৎসা

থাইল্যান্ড নেয়া হবে অভ্যুত্থানে গুলিবিদ্ধ কাজলকে
Space for ads

জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিন মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কাজল মিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হলেও হঠাৎ আবার অবনতি হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার কাজলের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি জানার পর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে হাসপাতালে পাঠান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলে কাজলকে থাইল্যান্ড নেয়ার বিষয়টি নিশ্চিত করেন নাহিদ ইসলাম।

নিউরোসায়েন্সেস হাসপাতালে এসে তিনি বলেন, কাজলকে দ্রুত থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হবে। শনিবার হওয়ায় আজ তার ভিসা পাওয়া যাচ্ছে না। তবে আমরা ভিসা ও খরচের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। দুই মন্ত্রণালয় থেকেই আমরা সবুজ সংকেত পেয়েছি। কাজলকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড নেয়া হবে।

এর আগে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে গণবিপ্লবে আহত মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেই অভিজ্ঞতা থেকেই স্বাস্থ্য উপদেষ্টা সঙ্গে সঙ্গে সিএমএইচে যোগাযোগ করেন এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ভিসা না থাকায় কাজলকে আজ থাইল্যান্ড নেয়া সম্ভব হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে থাই ভিসা সেন্টারে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে রোববার ভিসা পাওয়া যাবে। ভিসা পাওয়ার পরই থাইল্যান্ডের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবে কাজল।

এদিকে কাজলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে যান স্বাস্থ্যের সহকারী উপদেষ্টা অধ্যাপক সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক আবু জাফর ও জাতীয় নাগরিক কমিটির নেতা ডা. আহাদ।

প্রসঙ্গত, কাজল মিয়া জুলাইয়ের আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত হন। পরে ভর্তি হন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। সেখানেই গত তিন মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

চিকিৎসকরা জানান, চিকিৎসার শুরুর দিকে ধীরে ধীরে কাজলের অবস্থার উন্নতি হতে থাকে। কিন্তু দু’দিন আগে হঠাৎ ইনফেকশন হয়। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে করে রক্তচাপ কমে গিয়ে শকে চলে যান কাজল। পরে মেডিকেল বোর্ড করে চিকিৎসা দেওয়া হতে থাকে। আজ সকাল থেকে অবস্থা আরো খারাপ হতে থাকে। আজও তার চিকিৎসায় বোর্ড মিটিং বসে। পরে সার্বিক অবস্থা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হয়।

BBS cable ad