ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড
দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের হাসপাতালগুলোতে এ বছরের মধ্যে সর্বোচ্চ ৯২৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে, মারা গেছেন ১৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা যায়, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এক দিনে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা এটি। এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৪ জন। ১ হাজার ৩২৮ জন বিভিন্ন বিভাগে। ঢাকার বাইরে গতকাল বরিশালে ৬৫ জন, চট্টগ্রামে ১৫১ জন, ঢাকার দুই সিটির বাইরে ১৯৬ জন, খুলনায় ১০১ জন, ময়মনসিংহে ১৮ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরিশাল : বরিশালের ভোলায় নাজমা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ভোলা সদর হাসপাতালে শনিবার তার মৃত্যু হয়। তিনি দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ নিয়ে এ বছর বরিশাল বিভাগে ১৩ জন রোগীর মৃত্যু হলো।
রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শাকিলা (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায়। শনিবার রাতে তার মৃত্যু হয়। চট্টগ্রাম : চট্টগ্রামে আবুল হোসাইন নামে ৩৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা যায়, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এক দিনে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা এটি। এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৪ জন। ১ হাজার ৩২৮ জন বিভিন্ন বিভাগে। ঢাকার বাইরে গতকাল বরিশালে ৬৫ জন, চট্টগ্রামে ১৫১ জন, ঢাকার দুই সিটির বাইরে ১৯৬ জন, খুলনায় ১০১ জন, ময়মনসিংহে ১৮ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বরিশাল : বরিশালের ভোলায় নাজমা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ভোলা সদর হাসপাতালে শনিবার তার মৃত্যু হয়। তিনি দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ নিয়ে এ বছর বরিশাল বিভাগে ১৩ জন রোগীর মৃত্যু হলো।
রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শাকিলা (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায়। শনিবার রাতে তার মৃত্যু হয়। চট্টগ্রাম : চট্টগ্রামে আবুল হোসাইন নামে ৩৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।