জায়গা হচ্ছে না হাসপাতালে, রাস্তা-গাছতলায় চলছে চিকিৎসা
ফেনীতে বন্যার পানি নামার সঙ্গে দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব। পানিবাহিত নানা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। চিকিৎসার আশায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভিড় করছেন রোগীরা।
হাসপাতালে ধারণ ক্ষমতার কয়েকগুনের বেশি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক-নার্সরা। আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগীর সংখ্যা। হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত শয্যার অভাবে বারান্দা, গাছতলা ও রাস্তায় বসে সেবা নিতে হচ্ছে রোগীদের।
হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডে ১৭ শয্যার বিপরীতে ভর্তি রোগীর সংখ্যা ১৭৫ জন। এখানে শূন্য থেকে ৩০ বছরের রোগীরা চিকিৎসাসেবা নিচ্ছে। অপর একটি ভবনে তদূর্ধ্ব রোগীরা সেবা নিচ্ছেন সেখানেও ২১ শয্যার বিপরীতে রোগীর সংখ্যা ৮০ জন। ওয়ার্ডে রোগীর জায়গার সংকুলান না হওয়ায় শিশু রোগীদের ওয়ার্ডের বাইরের রাস্তায় ও বাগানে বিছানা পেতে খোলা আকাশের নিচে চিকিৎসা সেবা নিচ্ছেন অভিভাবকরা। একই চিত্র শিশু ওয়ার্ডেও। শিশু ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে রোগীর সংখ্যা ছিল ১৪০ জন।
হাসপাতালের সূত্র জানায়, প্রতিদিন পানিবাহিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আন্ত:বিভাগ ও বহির্বিভাগে রেকর্ড পরিমাণ রোগী ভিড় করছে। এতে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালে ডাক্তার, নার্স ও মেডিকেল সহকারীরা।
ফেনী সদর উপজেলার ধলিয়া এলাকা থেকে ডায়রিয়া আক্রান্ত মেয়েকে নিয়ে এসেছেন ফাতেমা আক্তার। ভেতরে জায়গা না পেয়ে রাস্তার পাশে মাদুর পেতে বসে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, হাসপাতালে এসেও খোলা আকাশের নিচে বসে চিকিৎসা নিতে হচ্ছে। আমার মতো এমন অসংখ্য মানুষ জায়গা না পেয়ে রাস্তায় ও বাগানে গাছতলায় বসে চিকিৎসাসেবা নিচ্ছেন।
আরেক রোগী শফিকুর রহমানের অভিভাবক বলেন, ডায়রিয়া ওয়ার্ডে শিশু রোগীর সংখ্যা অনেক বেশি। ওয়ার্ডের ভেতরে যতজন রোগী তার থেকে কয়েকগুন বেশি বাইরে খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছেন। মাত্র ৩-৪ নার্স রোগীদের সেবা দিচ্ছেন। অনেকক্ষণ অপেক্ষা করেও অনেকে সেবা পাচ্ছে না। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে তারাও হিমশিম খাচ্ছে। যতদ্রুত সম্ভব এখানে নার্স ও চিকিৎসক বাড়ানোর অনুরোধ করছি।
শিশু এক রোগীর পিতা আবুল কালাম বলেন, হাসপাতালের ভেতরে চিকিৎসা তো দূরে থাক, দাঁড়ানোর পরিস্থিতিও নাই। এত রোগী আমি আগে কখনো দেখিনি। বাধ্য হয়ে ওয়ার্ডের সামনের বাগানে মেয়েকে কোলে নিয়ে বসে আছি। এভাবে চিকিৎসা সেবা হয় না। এ সংকট সমাধানে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের এখনই উদ্যোগ নেয়া উচিত।
শিশু ওয়ার্ডের ইনচার্জ শ্যামলী রানী বলেন, শিশু ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে রোগী আছে ১৩৬ জন। যে পরিমাণ সে অনুসারে নার্স নেই। বিপুলসংখ্যক রেগীর চাপ সামলাতে আমাদের খুব কষ্ট হচ্ছে।
ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ সবিতা রায় বলেন, শুধুমাত্র গতকালই ৯৫ জন রোগী ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে। যাদের অধিকাংশ শিশু। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ৫০ জন ভর্তি হয়েছে। ওয়ার্ডে শয্যা সংখ্যা ১৭টি কিন্তু রোগী ভর্তি আছে ১৭৫ জন। জনবল কম থাকায় আমাদের খুবই কষ্ট হচ্ছে। রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছে না আমরাও ভোগান্তিতে আছি।
সিনিয়র স্টাফ মো. আরিফুর রহমান বলেন, বন্যা পরবর্তী ডায়রিয়া রোগীর প্রকোপ বেশি। হাসপাতালে ধারণ ক্ষমতার কয়েকগুণ রোগীর চিকিৎসা স্বল্পসংখ্যক চিকিৎসক-নার্স দিয়ে কোনোভাবেই সম্ভব না। এরপরও কর্তৃপক্ষ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এ সংকট নিরসনে কর্তৃপক্ষ যদি আইসিডিডিআরবির সহযোগিতা নিতে পারে ও এখানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা যায় তাহলে রোগীরা আরো বেশি চিকিৎসাসেবা পাবে।