ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশনা বাস্তবায়নে গলদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মাঠ পর্যায়ে এ নির্দেশনা বাস্তবায়নে দেখা দিয়েছে গলদ। এখনও অনেক ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার ব্যয় বহন করতে হচ্ছে আহতদের। তা ছাড়া গত শনিবার জারি হওয়া এই নির্দেশনা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত না পাওয়ার কথা জানিয়েছে বেসরকারি অনেক হাসপাতাল কর্তৃপক্ষ।
আহতদের স্বজনরা বলছেন, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অনেকের হঠাৎ অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে, কিন্তু সিরিয়াল পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে জরুরি পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে। এই খরচ তাদেরই বহন করতে হচ্ছে। এ ছাড়া চিকিৎসার অনেক উপকরণ-ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। তাই বিনা খরচে চিকিৎসা বলতে যা বোঝায়, সেটি হচ্ছে না!- সমকাল, ২৮ আগস্ট, ২০২৪