শিরোনাম

Space for ads

লক্ষ্মীপুরে চিকিৎসা নিয়েছেন ৬৫ সাপেকাটা রোগী

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন   |   চিকিৎসা

লক্ষ্মীপুরে চিকিৎসা নিয়েছেন ৬৫ সাপেকাটা রোগী
Space for ads
বন্যার পানির বাড়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুরে সাপের উপদ্রব্য বেড়েছে। বিভিন্ন জনকে সাপে কাটার খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ আগস্ট) পর্যন্ত ৬৫ জন রোগী জেলা সদর হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল জানান, লক্ষ্মীপুর সদর হাসপাতালে গত কয়েকদিনে ৬৩ জন এবং রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে দুই জন সাপেকাটা রোগী চিকিৎসা নিয়েছেন। ছোবল দেওয়া সাপের মধ্যে বিষাক্ত এবং কম বিষাক্ত সাপ ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, বন্যাকবলিত জলাবদ্ধ এলাকায় মাঠে-ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজ করার সময় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ পানির সঙ্গে লোকালয়ে ছড়িয়ে পড়েছে।
BBS cable ad