চিকিৎসক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল সাদের
এসএসসি পাস করার পর ঢাকার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন আফিকুল ইসলাম সাদ। স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার।ইচ্ছা পূরণে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে দেশে চলমান সহিংসতায় মৃত্যু হয় সাদের।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম এলাকার শফিকুল ইসলামের ছেলে সাদ। ৫ আগস্ট তার সঙ্গে সর্বশেষ কথা হয় পরিবারের সদস্যদের। এরপর আর যোগাযোগ করা যায়নি। গত সোমবার সাদের সন্ধানে বের হন তার স্বজনরা। তার শিক্ষাপ্রতিষ্ঠানসহ সাভারের বিভিন্ন হাসপাতালে খোঁজ করা হয়। একপর্যায়ে তারা জানতে পারেন, সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজন শিক্ষার্থী ভর্তি আছে। সেখানে গিয়ে খোঁজাখুঁজির পর অজ্ঞান অবস্থায় পাওয়া যায় সাদকে।
পরিবারের সদস্যরা জানান, সাদরা দুই ভাই। ছোট ভাই হাইস্কুলে পড়ে। ছাত্র আন্দোলনের সময় শামিল হয় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। এ সময় কলেজের সামনে এক সহিংসতায় আহত হন সাদ।
নিহতের বাবা শফিকুল জানান, সাদের সঙ্গে শেষ কথা হয়েছিল ৩১ জুলাই রাতে। সাদ তার মাকে বলেছিল, ‘যদি বেঁচে না ফিরি গর্বিত হয়ো মা।’ তার মা এখন ছেলের ছবি বুকে জড়িয়ে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। সাদের চিকিৎসক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল।