Space for ads

সহযোগী অধ্যাপক হলেন ১১৮ চিকিৎসক

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন   |   স্বাস্থ্য মন্ত্রনালয়

সহযোগী অধ্যাপক হলেন ১১৮ চিকিৎসক
Space for ads

দেশের বিভিন্ন হাসপাতাল-মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যাবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এতে আরো বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১২ অক্টেবরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে (per1@hsd.gov.bd) পাঠাতে হবে। লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে।

যেসব বিভাগের চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হয়েছে
অর্থোপেডিক সার্জারি বিভাগের ২০ জন, ইএনটি বিভাগের ১৭ জন, মেডিসিন বিভাগের ৯ জন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের ৮ জন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ৮ জন, প্রস্থোডান্টিক্স বিভাগের ৬ জন, ডেন্টাল পাবলিক হেলথ বিভাগের ৬ জন, ডেন্টিস্ট্রি বিভাগের ৫ জন, অর্থোডন্টিক্স বিভাগের ৫ জন, এন্ডোক্রাইনোলজি বিভাগের ৫ জন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের ৫ জন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের ৪ জন, থোরাসিক সার্জারি বিভাগের ৪ জন, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ৩ জন, পেডিয়াট্রিক বিভাগের ২ জন ও অফথালমোলজি বিভাগের ২ জন।

এছাড়া গাইনি অনকোলজি বিভাগের ১ জন, চর্ম ও যৌন বিভাগের ১ জন, ট্রপিক্যাল মেডিসিন বিভাগের ১ জন, প্যাথলজি বিভাগের ১ জন, বায়োকেমিস্ট্রি বিভাগের ১ জন, ভাইরোলজি বিভাগের ১ জন, মাইক্রোবায়োলজি বিভাগের ১ জন, রেডিওথেরাপি বিভাগের ১ জন ও সাইকিয়াট্রি বিভাগের ১ জন চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন >> এখানে <<।

BBS cable ad

স্বাস্থ্য মন্ত্রনালয় এর আরও খবর: