পটিয়ায় হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। রবিবার (১৬ মার্চ) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাই স্কুলের পাশে হাসপাতালটি নির্মাণ করার সম্ভাবনা রয়েছে।
এ সময় চিটাগাং আইডিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এক একর জায়গা, স্থানীয়রা এক একর জায়গা দিবে বলে জানা গেছে।
বাকি এক একর জায়গা স্থানীয়দের কাছ থেকে কিনে নিয়ে এ হাসপাতালটি করার জন্য উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনাও দেন।
উপদেষ্টার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ডা. আবু নাসের, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, যুবদল নেতা রবিউল হোসেন বাদশা।