Space for ads

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৯৯৪

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন   |   মহামারি

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৯৯৪
Space for ads

দেশে ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত বেড়ে দাঁড়াল ৪০৭ জনে। মোট আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৮ জনের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং দুইজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী (২৩৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৩৬ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

BBS cable ad