Space for ads

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন   |   মহামারি

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু
Space for ads
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই নারী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ে দেওয়া তথ্যানুযায়ী, মৃত দুই জনের মধ্যে একজনের নাম শাকিলা আক্তার (২৬) ও অপর জনের নাম শান্তা সর্দার (২০)। দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর মধ্যে শাকিলা ৯ সেপ্টেম্বর এবং শান্তা ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এনিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৯ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে মারা গেছেন ৪ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৪ জন।  

ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
BBS cable ad