Space for ads

আন্দোলনে নিহতদের বিষয়ে হাসপাতালগুলোকে যে নির্দেশনা

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন   |   স্বাস্থ্য অধিদপ্তর

আন্দোলনে নিহতদের বিষয়ে হাসপাতালগুলোকে যে নির্দেশনা
Space for ads

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের তথ্য রোববারের মধ্যে জানাতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবীর।

শনিবার কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন তিনি।

ড. আহমেদুল কবীর বলেন, ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের প্রায় সবার শরীরে ইনফেকশন হচ্ছে, যা তাদের মৃত্যুঝুঁকিতে ফেলছে। আহত সব আন্দোলনকারীর সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরো বলেন, চিকিৎসা পেতে কোনো বৈষম্য চাই না। অনেকে হাঁচি-কাশিতেও সিঙ্গাপুরে যান, আর অনেকে ন্যূনতম চিকিৎসা পান না।

স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক বলেন, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন করতে হবে। ধাপে ধাপে রাজধানীসহ দেশের সব বেসরকারি হাসপাতালের পরিস্থিতি যাচাই করা হবে।

BBS cable ad