Space for ads

আয়ুর্বেদ চিকিৎসায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন   |   আয়ুর্বেদিক

আয়ুর্বেদ চিকিৎসায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ
Space for ads
আয়ুর্বেদ চিকিৎসায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাধে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনের ইন্ধীরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে নবম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এবারের আয়ুর্বেদ দিবসের মূল প্রতিপাদ্য ‘বিশ্বস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন’।  

অনুষ্ঠানে আয়ুর্বেদ বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থী, ওষুধশিল্পের প্রতিনিধি ও বাংলাদেশের সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে বক্তব্যে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাধে বলেন, আয়ুর্বেদ ও অন্যান্য ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতিসমূহের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।  

তিনি ঐতিহ্যগত চিকিৎসা ক্ষেত্রসমূহে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ঢাকায় আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার ফর মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারের প্রধান গবেষক মোখলেসুর রহমান, হামদর্দ বাংলাদেশ ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চেয়ার ড. মুনাওয়ার হুসেন কাজমি।  

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বলেন, আয়ুর্বেদ শুধু একটি চিকিৎসা নয়, বরঞ্চ বর্তমান সময়ে আয়ুর্বেদ হলো একটি পূর্ণাঙ্গ জীবনপ্রণালী।  

আলোচনা সভা শেষে ছিল বিশিষ্ট সেতার বাদক এবাদুল হক সৈকতের সঙ্গীত পরিবেশনা।

বাংলাদেশে বিভিন্ন আয়ুর্বেদিক পণ্য ও সেবার প্রদর্শনী স্টলগুলোও ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। 
BBS cable ad

আয়ুর্বেদিক এর আরও খবর: