Space for ads

চলতি বছর ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন   |   মহামারি

চলতি বছর ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু
Space for ads
 ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জন।  আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯১৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।
 
আক্রান্ত ১০৩৯ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ৩৯২ জন। এছাড়া ঢাকা বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
BBS cable ad