Space for ads

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৩

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন   |   মহামারি

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৩
Space for ads
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৮৮ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, ঢাকা বিভাগে ১১৩ জন, বরিশাল বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২১ জন ও ময়মনসিংহ বিভাগে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৭০৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ হাজার ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২৫ জন মারা গেছেন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
BBS cable ad