Space for ads

বরগুনায় এক কুকুরের কামড়ে আহত ৩২ জন

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন   |   চিকিৎসা

বরগুনায় এক কুকুরের কামড়ে আহত ৩২ জন
Space for ads

বরগুনার আমতলী উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৩২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর ১২টার মধ্যে আমতলী পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের ও নান্নু মোল্লা সড়কে হঠাৎ করে একটি কালো রঙের পাগলা কুকুর চলে আসে। এসময় ওই এলাকার এনএসএস অফিসের সাপোর্ট স্টাফ মাসুদ রানাকে (৪৫) প্রথমে কুকুরটি আক্রমণ করে কামড় দিয়ে চলে যায়। পরে একই ওয়ার্ডের বিভিন্ন এলাকার শিশুসহ আরো ৩১ জনকে ওই কুকুরটি কামড়ে আহত করে। পরে বিভিন্ন সময়ে কামড়ানো আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন- রাফিন (৬), জাহিদ (১৫), তানিয়া বেগম (১১), আবু রায়হান (১২), তানজিল আহম্মেদ (১৫), লাল চান (১০), তমাল (২৪), আপন হাওলাদার (২০), শাকিব (১৪), শংকর (৩২), জোহামনি (৯), সীমা (২৯), শফালী (৫০), নির্মল (৫৫), ইয়ামনি (১১) নয়ন (১৯), মোমেনা (১৭), হাফছা (৩২) এখলাস (১৩) আব্দুল মন্নান (৩৩), ইয়ামিন (১৪), বাচ্চু মিয়া (৪০) তিন নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ (৭), আরাফাত (৯), আব্দুল মালেক (৭৫), হাসিব (৭), ইউসুব (২৪), সাগর (১৯), আরিফ (১৮), শাহাভানু (১০৪), নির্মল (৫৫)।

এদিকে কুকুরের কামড়ে ৩২ জন আহতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন আমতলী পৌরশহরের বাসিন্দারা। এছাড়া কুকুরটিকে ধরতে না পারায় নতুন করে আবারো আক্রমণের শঙ্কায় রয়েছেন তারা। এতে ওই পাগলা কুকুরটিকে ধরতে লাঠিসোঁটা নিয়ে পাহারাও বসিয়েছেন স্থানীয়রা।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম বলেন, কুকুরের কামড়ে আহতের ঘটনা শুনেছি। পৌরসভার সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

BBS cable ad