শিরোনাম

Space for ads

ডেঙ্গুতে বরিশালে আরও দুজনের মৃত্যু

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন   |   চিকিৎসা

ডেঙ্গুতে বরিশালে আরও দুজনের মৃত্যু
Space for ads

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পুরো বিভাগে মোট ৪৪ জনের প্রাণ গেল।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ৮৮ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩৩৩ জনে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনশি গ্রামের আইয়ুব আলী (৭৫) ও বরগুনার পাথরঘাটা উপজেলার শাহজালাল (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।

তারা দুজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৮৮ ডেঙ্গুরোগীর মধ্যে ১২ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ছয়জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

BBS cable ad