বন্যায় রেডক্রিসেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন, ভেঙে দেয়া হয়েছে পরিচালনা পরিষদ
বন্যা পরিস্থিতিতে রেডক্রিসেন্ট সোসাইটির কাজ সন্তোষজনক না হওয়ায় পরিচালনা পরিষদ ভেঙে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব এম এ আকমল হোসেন আজাদ।
মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, ফেনী, নোয়াখালীসহ বন্যা কবলিত এলাকায় রেডক্রিসেন্ট সোসাইটির কাজ সন্তোষজনক ছিল না। তাই সোসাইটির পরিচালনা পরিষদ ভেঙে দেয়া হয়েছে। নতুন করে পরিচালনা পরিষদ গঠন করা হবে।
এ সময় মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্ম পরিকল্পনা গ্রহণের বিষয়েও তিনি গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। ৫ আগস্ট থেকে সরকারি চাকরিজীবীরা কাজ করে না, সেই দিন শেষ। মন্ত্রণালয়কে পুরোপুরি পেপারলেস করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের জন্য ফান্ড সংগ্রহ করে সহায়তা দেয়ার বিষয়ে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, ফেনী, নোয়াখালীসহ বন্যা কবলিত এলাকায় রেডক্রিসেন্ট সোসাইটির কাজ সন্তোষজনক ছিল না। তাই সোসাইটির পরিচালনা পরিষদ ভেঙে দেয়া হয়েছে। নতুন করে পরিচালনা পরিষদ গঠন করা হবে।
এ সময় মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্ম পরিকল্পনা গ্রহণের বিষয়েও তিনি গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। ৫ আগস্ট থেকে সরকারি চাকরিজীবীরা কাজ করে না, সেই দিন শেষ। মন্ত্রণালয়কে পুরোপুরি পেপারলেস করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের জন্য ফান্ড সংগ্রহ করে সহায়তা দেয়ার বিষয়ে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।