Space for ads

মাঙ্কিপক্সের ঝুঁকি: মোংলা সমুদ্রবন্দরে সতর্কতা জারি

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন   |   স্বাস্থ্য মন্ত্রনালয়

মাঙ্কিপক্সের ঝুঁকি: মোংলা সমুদ্রবন্দরে সতর্কতা জারি
Space for ads
 বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার থেকে বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান।

এদিকে পোর্ট হেলথ কর্তৃপক্ষ ৬ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে বলে জানিয়েছেন মেডিকেল টিমের প্রধান মোংলা পোর্ট হেলথের উপপরিচালক ডা. শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি বলেন, বন্দর থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের মাধ্যমে এ রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্ক রয়েছি।

রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বলেন, মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বন্দরে বিশেষ সতর্কতা নেয়া হয়েছে। বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ‘পোর্ট হেলথ’কে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যেন প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে চিঠিতে বন্দরে জরুরি আইসোলেশন ব্যবস্থা নিতে বলা হয়েছে।
BBS cable ad

স্বাস্থ্য মন্ত্রনালয় এর আরও খবর: