ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসককে অব্যাহতি, তথ্যানুসন্ধানে কমিটি
নানা অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে অভিযোগের প্রেক্ষিতে অব্যাহতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার (সিএমও) ডা. মো. তানভীর আলী বিরুদ্ধে তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আপনার (ডা. মো. তানভীর আলী) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে মেডিকেল সেন্টারের ডাক্তার, কর্মকর্তা এবং কর্মচারীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির কার্যক্রম চলাকালে আপনাকে উপাচার্যের আদেশের তারিখ অর্থাৎ ২৬-১১-২০২৪ তারিখ হতে শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রশাসনিক ও চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখা হলো।
এর আগে, গত ১২ নভেম্বর তানভীর আলী বিরুদ্ধে নিপীড়ন ও হয়রানিমূলক নির্যাতনের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ বরাবর স্মারকলিপি দেন মেডিকেল সেন্টারের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা।