Space for ads

ঢামেকে স্বাস্থ্যসেবার মান্নোনয়নে ১০০ দিনের কর্মসূচি

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢামেকে স্বাস্থ্যসেবার মান্নোনয়নে ১০০ দিনের কর্মসূচি
Space for ads
অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্যসেবার মান্নোনয়নে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে সাংবাদিকদের সামনে এ কর্মসূচি তুলে ধরেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।


ওই কর্মসূচির মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো: বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বিশেষায়িত ওয়ার্ড স্থাপন এবং বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। রোগীদের কেবিন সংস্কার, আইসিইউর শয্যার সংখ্যা বাড়ানো, হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি হার বাড়ানো ও যথা সময় উপস্থিত নিশ্চিত করাসহ অন্যান্য আরও উল্লেখযোগ্য।
BBS cable ad