ড্যাফোডিল নার্সিং কলেজে শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

ড্যাফোডিল নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক একেএম আমজাদ হোসেন উপস্থিত থেকে শিরাবরণ সম্পন্ন করেন। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও ড. মো. নূরুজ্জামান। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান এবং ড্যাফোডিল নার্সিং কলেজের উপপরিচালক মাসুদ করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গীতাশ্রী ঘোষ।