Space for ads

বোরি’র সেই চিকিৎসক ডা. ফাতেমা রহমান কে অব্যাহতি

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন   |   স্বাস্থ্যকর্মী

বোরি’র সেই চিকিৎসক ডা. ফাতেমা রহমান কে অব্যাহতি
Space for ads
কক্সবাজারের রামুতে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) আবেদন না করে চাকরি পাওয়া সেই চিকিৎসা কর্মকর্তা (শিক্ষানবিশ) ডা. ফাতেমা রহমান কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার ( ৩ অক্টোবর)  বোরির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ স্বাক্ষরিত এক আদেশে এই কর্মকর্তার চাকরি থেকে অব্যাহতির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসা কর্মকর্তা (শিক্ষানবিশ) ডা. ফাতেমা রহমান ২০২২ সালের ২৯ আগস্ট বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে যোগদান করেন। পরে শিক্ষানবিশ হিসেবে চাকরির মেয়াদকালে তার আচরণ ও কর্ম সন্তোষজনক হয়নি। এ বিষয়ে তাকে বিভিন্ন সময়ে সতর্ক ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তার কার্যক্রমের রেকর্ড অনুযায়ী কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা নেই।   

এ ছাড়া সম্প্রতি বুরির নিরীক্ষা দল মেডিকেল অফিসারের নথিতে আবেদন না করা সত্ত্বেও তাকে জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এসব কারণে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী চাকরি প্রবিধানমালা ও নিয়োগপত্রের শর্তাবলি অনুযায়ী ফাতেমা রহমানের চাকরি অবসান করা হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
BBS cable ad