Space for ads

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮০১

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন   |   মহামারি

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮০১
Space for ads

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরো ৩২৫ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৭ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ৯ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৫ হাজার ৭০১ জন। এর মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ২ শতাংশ নারী।

.
BBS cable ad