আরো দুই বছর হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ

চুক্তিতে আরো দুই বছরের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক থাকছেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার তাকে আরো দুই বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের পর ২৬ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ইনস্টিটিউটের পরিচালক কাম অধ্যাপক (কার্ডিওলজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।